বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেছেন কিংডম অফ সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের। সোমবার (২৯ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম ও পরিকল্পিত শিল্পনগরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে সেখানে যান।
সৌদি পরিবহন মন্ত্রী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১ এর উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসেন। পরিদর্শনের সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ওমর হারিরি, জেনারেল অথরিটির প্রধান বন্দর ডঃ মনসুর আল তুর্কি, পরিকল্পনা ও তথ্য মন্ত্রণালয়ের পরিবহন সচিব এসা ইউসুফ এসা আলদুহাইলান, বাংলাদেশে কেএসএ রাষ্ট্রদূত এবং রায়া আল আসকার, প্রশাসক আন্তর্জাতিক সহযোগিতা।
এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান আরিফ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোঃ জাবেদ পাটোয়ারিসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রায় ১৪ জনের এ সৌদি বহরটি শিল্পনগরে নির্মিয়মান বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও এসময় তারা সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন।
এসময় এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিনিয়োগ প্রস্তাবনা, শিল্প স্থাপনা, বেজা থেকে প্রদত্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও পরিসেবা ব্যবস্থাপনা সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করে বেজা’র কর্মকর্তাগণ পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। সভায় সৌদি মন্ত্রী বেজা’র কার্যক্রমের প্রশংসা করেন এবং পরিকল্পিত শিল্পনগর গড়ে তোলার পেছনে বর্তমান সরকারের উদ্যোগের জন্য সাধুবাদ জানান। তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী এবং বেজা’র এ অগ্রযাত্রা তিনি সরকারকে অবহিত করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০০০০ একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্প নগরে বিশ্বমানের সকল সুবিধাদি থাকবে যেমন – বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে। প্রায় ৪৫০০ কোটি ব্যয়ে বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্পনগরের সকল উপকরণ স্থাপনে বেজা বঙ্গবন্ধু শিল্পনগরে কাজ করছে।
এএ