নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল মঙ্গলবার (৩০ নভেম্বর) ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জ সিটি করপোরেশন; টাঙ্গাইল-৭ শূন্য আসনে নির্বাচন; পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।
সর্বশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণঞ্জ সিটির নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। এই হিসেবে বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
আইন অনুযায়ী, আগের করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্বের ছয় মাসের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করতে হয়। অর্থাৎ চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এএ