প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিলেন পাকিস্তানের আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের দুই ওপেনার দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তাদের ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। জিততে হলে পাকিস্তানের প্রয়োজন ৯৩ রান, বাংলাদেশের ১০ উইকেট।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৫৭ রানে। এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।
প্রথম ইনিংসে শতক হাঁকানো লিটন দাস এই ইনিংসেও ছিলেন উজ্জ্বল। তবে ৮৯ বলের মোকাবেলায় ৫৯ রানের ইনিংস ছাড়া আর কেউই প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি। এতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠা টাইগাররা মাত্র ৫ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায়।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান উড়ন্ত সূচনা পেয়েছে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে। দুইজনই হাঁকিয়েছেন অর্ধশতক। আবিদ ১০৫ বলে ৫৬ ও শফিক ৯৩ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ৯৩ রান।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২
পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২
বাংলাদেশ ২য় ইনিংস : ১৫৭/১০ (৫৬.২ ওভার)
লিটন ৫৯, ইয়াসির ৩৬ (রি.), মুশফিক ১৬, সোহান ১৫
শাহীন ৩২/২, সাজিদ ৩৩/৩, হাসান ৫২/২
পাকিস্তান ২য় ইনিংস : ১০৯/০ (৩৩ ওভার)
আবিদ ৫৬*, শফিক ৫৩*
এএ