উৎসাহ সামাজিক সংগঠনের রোববার (২৮ নভেম্বর) ৫ম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের সকল অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, পুরষ্কার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ ও একবেলা আহারের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর জনাব মোঃ মাহতাব হোসেন(মুকুট), সিভিল ইন্সট্রাক্টর জনাব মোঃ রায়হান কবির। মোঃ ওয়াসিম হোসেন, হেল্থ কেয়ার প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল দিনাজপুর। পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি কে. এম নাহিদ হাসান, উৎসাহ টিমের এডমিন মিজানুর রহমান মিজু। আরও উপস্থিত ছিলেন পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন ও উৎসাহ টিমের সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি কে এম নাহিদ হাসান জানান, পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।
তিনি বলেন, পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যক্রম সমাজের সকল শ্রেণীর অসহায় মানুষ পর্যন্ত বিস্তৃত। বঞ্চিত পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী সামগ্রী বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করা। শীতে শীতবস্ত্র বিতরণ, রমজান মাসে ইফতার বিতরণ, অসহায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি ইনশাল্লাহ এদের দারাই গড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ। এদেরকে সঠিকভাবে দিকনির্দেশনা দিলে এরাই একসময় বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ।পথশিশু বোঝা নয় ওরা আগামী দিনের ভবিষ্যৎ।
সংগঠনটির একজন উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌসি আসমানী জানান, আসলে পথশিশুদের নিয়ে ভাবার মতো মানুষ খুব কম। কারণ আমাদের দেশের প্রতিটা উচ্চবিত্ত/মধ্যবিত্ত মানুষেরা যদি তাদের নিয়ে ভাবতো তবে তাদের এই ভাবে পথে ঘাটে বেড়িয়ে খাবার সন্ধান করতে হতো না, ডাস্টবিনে ফেলে রাখা ময়লা থেকে নিজের ক্ষুধা নিবারন করতো না। একটা মানুষ কতটা অসহায় হলে এই কাজ করে একটু ভাবা দরকার আমাদের। প্রতিদিন বিয়ে বাড়িতে প্রচুর খাবার আমরা অপচয় করতে পছন্দ করি কিন্তু এদের একবেলা আহারের কথা ভাবতে আমাদের বিবেকে বাঁধে না। আর তাই আমি ও আমার টিমের সবাই তাদের এই অসহায় পরিস্থিতির কথা ভেবে তাদের জন্যে কাজ করছি। শুধু খাবার না আমরা চাই এই শিশুগুলোর মধ্যে যেন শিক্ষার আলো পৌঁছায় এটাই আমাদের পরিকল্পনা। ইনশাআল্লাহ আমরা একদিন সফল হবো।
সানবিডি/ফাহমিদ জামান