তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

আপডেট: ২০১৬-০২-০৬ ১০:১৭:২৭


earthquarkতাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি সুউচ্চ ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

শনিবার ভোরে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের তাইনান শহরের আবাসিক এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পে একটি সুউচ্চ ভবন ধসে একজন শিশু ও অপর একজন মারা যান। সেখান থেকে উদ্ধারকর্মীরা ২২০ জনকে জীবিত উদ্ধার করেছে। এদের মধ্যে ৬০ জনের অধিক গৃহিনী রয়েছেন। এখনও অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাইনান শহরে ২০ লাখ লোকের বসবাস। ভূমিকেম্পর পর দেশটির প্রেসিডেন্ট মা ইয়ং-জিও শহরে গেছেন।

এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজার তিনশ’ মানুষের মৃত্যু হয়।