কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি বলছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে তারা।
সন্ত্রাসবাদের ইন্ধনে টুইটারকে ব্যবহারের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এসব ঘটনায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে তারা রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা অনেক বাড়িয়েছে।
বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি মানুষ সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করছেন।