সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। তবে তিন খাতের শতভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। খাত তিনটি হলো : সিরামিক, টেলিযোগাযোগ এবং ভ্রমণ ও অবকাশ খাত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিরামিক খাতের তারিকাভুক্ত পাঁচটি কোম্পানি রয়েছে। সবগুলোর শেয়ার দরই আজ কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩.১০ টাকা কমেছে মুন্নু সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সিরামিকের ২.৫০ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা শেয়ার দর কমেছে ফু-ওয়াং সিরামিকের।
টেলিযোগাযোগ খাতে তিনটি কোম্পানি রয়েছে। কোম্পানি তিনটির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১১.৬০ টাকা কমেছে গ্রামীণফোনের। দ্বিতীয় সর্বোচ্চ রবির ০.৬০ টাকা আর তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ার দর ০.৩০ টাকা কমেছে।
ভ্রমণ ও অবকাশ খাতের চারটি কোম্পানির মধ্যে আজ তিনটি লেনদেনে অংশ নিয়েছে। তিনটির দরই কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ০.৫০ টাকা কমেছে ইউনিক হোটেলের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা সী পার্লের এবং তৃতীয় সর্বোচ্চ ০.২০ টাকা শেয়ার দর কমেছে পেনিনসুলা চিটাগাংয়ের।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস