আফ্রিকা থেকে প্রবাসীদের দেশে না আসার পরামর্শ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-৩০ ১৭:৪৬:০৬
মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে আফ্রিকা থেকে এ মুহূর্তে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।
আজ মঙ্গলবার দুপুরে দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, আফ্রিকা দেশ থেকে বা দক্ষিন আফ্রিকা থেকে এই মুহূর্তে কেউ যেন না আসে। আর তাদের সঙ্গে আমাদের যাতে কোনো ফ্লাইট না থাকে সে বিষয়েও বলেন তিনি।
এ ছাড়া অন্য যেসব দেশে এখনও ইনফেকটেড হয়নি, তারা করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। কিন্তু যেসব দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখান থেকে কেউ এলে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।
আর করোনা টেস্টের ফল ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার পরিবর্তে ৪৮ ঘণ্টা বা ২৪ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে।
সানবিডি/এনজে