ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থান খুব বেশি সুবিধার নয়। এজন্য সরকার ইউরোপসহ একাধিক দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যার মধ্যে রোমানিয়ায় ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আজ বুধবার ড. এ কে আব্দুল মোমেন জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয়ের ৫০ বছরে বাংলাদেশের কূটনৈতিক সফলতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের রোডম্যাপ দিয়েছেন, তা বাস্তবায়নে যা যা করা দরকার, সে ধরনের পদক্ষেপ নিয়েছি। তার একটি বড় পদক্ষেপ হচ্ছে, এ দেশের জনগণের চাকরির সুযোগ সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করা। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ খুব সুবিধার না। আমাদের এক কোটি ২২ লাখ প্রবাসী মধ্যপ্রাচ্যে আছেন। সেখানে ভবিষ্যৎ খুব সুবিধার নয়। সে জন্য আমরা অন্যান্য দেশেও তাদের নিয়োগের চেষ্টা করছি। আমরা চাই, দেশে-বিদেশে সফল কর্মসংস্থান সৃষ্টি করতে। রোমানিয়ায় আগে কোনও দিন বাঙালি যায়নি। সেখানে ১০ হাজার বাঙালি নেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে। এখন আমরা নতুন নতুন দেশে নিতে চেষ্টা করছি।
সানবিডি/এনজে