আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনে বাংলাদেশের অর্জন এখনও শূন্য। সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছেন টাইগাররা।
১-০ তে পিছিয়ে থেকে আগামী ৪ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে মমিনুল বাহিনী।
আর এরই মধ্যে নির্ধারিত হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি ও টেস্ট দল।
পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাদা জার্সির দল উড়াল দেবে নিউজিল্যান্ডের উদ্দেশে।
সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ডিসেম্বর রাত ১টায় নিউজিল্যান্ড যাত্রা শুরু হবে টাইগারদের।
বিসিবিসূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর দুবাই হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ১৪ দিনের বদলে সাত দিনের কোয়ারেন্টিন পালন করবেন টাইগাররা। এর মধ্যে রুম কোয়ারেন্টিন তিন দিনের।
এ মুহূর্তে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে যারা আছেন, তাদের মধ্য থেকে ১৬ থেকে ১৭ জনের দল তৈরি করে নিউজিল্যান্ড রওনা দেবে টিম ম্যানেজমেন্ট।
টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের খুব কাছের সূত্র নিশ্চিত করেছে যে, পাকিস্তান সিরিজে এখন যে ২০ জনের দল আছে, সেখান থেকেই ১৭ জনকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে।
ইতোমধ্যে সূচি নির্ধারিত হয়ে গেছে। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তার পর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।
সানবিডি/ এন/আই