শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বেলা পৌনে ২টার দিকে রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন কর্মসূচিতে দাড়িয়েছে।
এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছিল বলে অভিযোগ করেছিল শিক্ষার্থীরা।
তবে পুলিশের দাবি, শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা প্রবেশ করে অরাজকতা সৃষ্টির আগাম তথ্যের ভিত্তিতেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধনে কর্মসূচী পালনের কথা ছিল সাধারণ শিক্ষার্থীদের।
পরে বাধার মুখে শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে। তবে নিরাপদ সড়কের দাবিতে তারা নতুন করে আবারও মাঠে নামতে পারে এমন ইঙ্গিত দিয়েছে তারা। মানববন্ধনে বাধা দিতে গিয়ে পুলিশ খারাপ আচরণ করেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
রামপুরা থানা ওসি রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা প্রবেশ করে অরাজকতা সৃষ্টি করতে পারে। এমন তথ্য পেয়েই তারা শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছেন। কেউ যেন আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ।
এদিকে গণপরিবহণে সারাদেশের শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি, সড়কে সকল হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, জড়িতদের বিচার দাবি ও নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় মাইজদী টাউন হল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছরে বিভিন্ন সড়কে বাস চাপায় অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্প্রতি অর্ধেক ভাড়া দেওয়ার কথা বলায় অনেক শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
এর আগে, নিরাপদ সড়কের দাবিতে সপ্তাহখানেক ধরে রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষার্থীরা। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে প্রথমে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ছিল।
এরইমধ্যে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার পর তা নিরাপদ সড়ক আন্দোলনে রূপ নেয়। এরপর গত সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নামের আরেক শিক্ষার্থীর মৃত্যুতে ৯ দফা আন্দোলন নিয়ে আরও বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
সানবিডি/ এন/আই