ভারতে দুই মৌসুম ধরেই চিনি রফতানি বেশ চাঙ্গা রয়েছে।যদিও এ সময়ে বৈশ্বিক করোনা মহামারী অন্যান্য খাতে বিপর্যয় নিয়ে এসেছে। ২০১৯-২০ মৌসুমে ৫৯ দশমিক ৫০ লাখ টন চিনি রফতানি করেছে ভারত। ২০২০-২১ মৌসুমে দেশটির চিনি রফতানি দাঁড়িয়েছে ৭১ লাখ টন। শিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬০ লাখ টন চিনি রফতানি করতে পারে ভারত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হুমকি সত্ত্বেও চিনি রফতানি নিয়ে ভারত আশাবাদী। ভারতীয় চিনির সবচেয়ে বড় বাজার বেশ কয়েকটি আফ্রিকার দেশ। তবে সুখবর হলো ওমিক্রন ভ্যারিয়েন্ট আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে প্রবল। ভারতের চিনির গ্রাহক দেশগুলো উত্তরাংশে।
এ বিষয়ে ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের (আইএসএমএ) মহাপরিচালক অভিনাশ ভার্মা জানান, করোনার আগের দুই ঢেউয়েও দেশের রফতানিতে তেমন প্রভাব পড়েনি। প্রায় বছর দুয়েক ধরে চলা করোনা মহামারী সত্ত্বেও আগের দুই মৌসুমে চিনি রফতানি বেশ চাঙ্গা ছিল।
এ মৌসুমে ৬০ লাখ টন চিনি রফতানির আশাবাদ ব্যক্ত করেন অভিনাশ ভার্মা।
সানবিডি/এনজে