স্যার আহমেদ ফজলুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য। তিনি ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠা দিবসে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। আর এই মহান জ্ঞানতাপসের নামেই ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ. এফ. রহমান হল প্রতিষ্ঠিত হয়।
স্যার আহমেদ ফজলুর রহমানের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধায় এফ রহমান ডিবেটিং ক্লাব (এফআরডিসি) ১০-১৪ মার্চ আয়োজন করতে যাচ্ছে “৩য় আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০১৬”।
নিবন্ধন কার্যক্রম শীঘ্রই শুরু হবে।
বিতর্ক উৎসবে থাকছে-
১. আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা;
২. আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা;
৩. প্রদর্শনী বিতর্ক;
৪. আঞ্চলিক বিতর্ক;
৫. রম্য বিতর্কসহ আরো অনেক চমকপ্রদ আয়োজন।
সানবিডি/ঢাকা/আহো