আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট মৌরিসিও মাক্রির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে ৪৪ জন নাবিকের আত্মীয়দের ওপর নজরদারি চালাতে সিক্রেট সার্ভিসকে নির্দেশ দিয়েছেন। সাবমেরিন আরা সান হুয়ানে ডুবে যাওয়াতে এসব নাবিকের মৃত্যু হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বিচারক মারিন বাভা বলেছেন, মাক্রি আর্জেন্টিনার গোয়েন্দা আইন ভঙ্গ করেছেন নিহতদের পরিবারের আত্মীয়দের ডোশিয়ার তৈরির দাবি করে।
নিহতদের স্বজনরা নৌবাহিনীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছিলেন।
২০১৫-১৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মাক্রি। এখন তিনি বিরোধী দলীয় নেতা। তিনি দাবি করেছেন, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মাক্রি বলেন, আমি কারও বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি করিনি। সরকারের কাউকে আমি কারও বিরুদ্ধে এমন কাজের নির্দেশ দেইনি।
নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, তাদের অনুসরণ করা হয়েছে, হয়রানি করা হয়েছে। এমনকি নৌবাহিনীর বিরুদ্ধে আরা সান হুয়ান সাবমেরিন রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ আনার তাদের ফোন রেকর্ড করা হয়েছে।
২০১৭ সালের ১৫ নভেম্বর নিয়মিত মিশন থেকে ফেরার পথে আর্জেন্টিনা উপকূল হতে ৪৩০ কিলোমিটার দূরে সাবমেরিনটি নিখোঁজ হয়। এক বছর পর পাতাগোনিয়া উপকূলে এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
এএ