মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত দুই রোগীর খোঁজ মিলেছে ভারতে।তারা দুজনই আফ্রিকা ফেরত। তাদের একজনের বয়স ৬৬, অন্যজনের বয়স ৪৬।
এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত দু'জনের সংস্পর্শে এসেছেন ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
বিশ্বে অন্তত ২৪টি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর মিলেছে। নতুন ধরন থেকে সুরক্ষা নিশ্চিত করতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের ৭০টি দেশ।
২৪ নভেম্বর আফ্রিকার দক্ষিণাঞ্চলে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের ঘোষণা দেওয়া হয়। এই অঞ্চলে দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরপর থেকে এক ডজনের বেশি দেশে ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। অনেক দেশই আফ্রিকার ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, অনেক বেশি মিউটেট হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে এবং এতে সংক্রমণ বৃদ্ধির হুমকি রয়েছে। অনেক জায়গায় গুরুতর পরিস্থিতি দেখা দিতে পারে।
সানবিডি/এনজে