রজনীকান্তের ভক্ত শচীন
প্রকাশ: ২০১৫-১০-০৫ ১৮:৩৬:১৭

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের গুণমুগ্ধদের সংখ্যা অগণিত। সেই তালিকায় যোগ হলো আরও একজনের নাম। তিনি শচীন টেন্ডুলকার। ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনের রাতে রজনীকান্তের সঙ্গে দেখা হয়েছিল তার। আর সেদিন তামিল মেগাস্টারের অদম্য উৎসাহ দেখে অভিভূত শচীন।শচীন মনে করছেন, রজনীকান্তের উৎসাহ, বাকিদের মধ্যে দ্রুত সংক্রমিত হতে বাধ্য। মাস্টার ব্লাস্টার টুইটারে লিখেছেন, ‘আই এস এলের উদ্বোধনে মিস্টার রজনীকান্তের উৎসাহ তুলনাহীন। সংক্রমিত হতে বাধ্য। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলগুলোকে অভিনন্দন।’
সানবিডি/ঢাকা/রাঅা







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












