টস জিতে ব্যাট করছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৪ ১১:২৬:৪০


গত তিন টি-টোয়েন্টি ও এক টেস্টে টসে হেরেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

অবশেষে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জেতার পর সঙ্গে সঙ্গে ধন্যবাদ দেন আল্লাহকে ধন্যবাদ জানান তিনি।

টস জিতেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাবর।

আগের চার ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান। তাই সিরিজ বাঁচাতে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।

সানবিডি/এন/আই