২০২২ সালের মে মাসের পর মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন পুনরুদ্ধার হতে পারে। সম্প্রতি বিশ্লেষক দোরাব মিস্ত্রি এমনটা মন্তব্য করেছেন। মালয়েশিয়ার প্লান্টেশন খাতে নতুন কর্মীদের ওপর নিয়মনীতির প্রভাব পড়তে কিছুদিন সময় লাগবে বলে মন্তব্য তার। খবর রয়টার্স।
দোরাব মিস্ত্রি জানান, চলতি বছর দেশটির পাম অয়েল উৎপাদন সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ টন পরিমাণ দাঁড়াতে পারে। আগামী বছর উদ্ভিজ্জ পণ্যটির উৎপাদন ১ কোটি ৯০ লাখ টন পরিমাণ পৌঁছবে বলেও মন্তব্য করেন এ বিশ্লেষক।
তিনি বলেন, একই সময়ে পাম অয়েলের শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়ার উৎপাদনও বাড়বে। আগামী বছর দেশটির পাম অয়েল উৎপাদনের পরিমাণ কমপক্ষে ১০ লাখ টন বাড়বে।
আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার বাজার আদর্শ অনুসারে পাম অয়েলের দাম প্রতি টনে ৫ হাজার থেকে ৫ হাজার ৪০০ রিঙ্গিতের মধ্যে ওঠানামা করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে এপ্রিল-সেপ্টেম্বরের মধ্যে দেশটির উদ্ভিজ্জ পণ্যটির দাম প্রতি টনে ৪ হাজার ৮০০ থেকে ৪ হাজার রিঙ্গিতে নেমে আসবে বলে মনে করেন দোরাব মিস্ত্রি।
সানবিডি/এনজে