প্রচলিত মুদ্রার বিকল্প হিসেবে বা বিদেশে থেকে ভারতে রেমিট্যান্স পাঠানোর জন্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ করে বিল পাস করতে যাচ্ছে দেশটি। সংসদের শীতকালীন অধিবেশনে দ্য ক্রিপ্টো অ্যাসেট বিল নামে এ বিল উত্থাপন করা হবে। পাশাপাশি ভার্চুয়াল এ মুদ্রার ব্যবহার নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির জন্যও প্রস্তাব করা হবে। খবর এনডিটিভি
এ বিলটিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার জন্য অফিশিয়াল ডিজিটাল মুদ্রা তৈরি ও ব্যাংকের কাঠামোর মধ্যে এটি পরিচালনার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। মূলত ক্রিপ্টোকারেন্সি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলায় বিলটি পাসের কথা ভাবছে ভারত। এজন্য বিলে এ-সংক্রান্ত বিজ্ঞাপন ও জনসাধারণের কাছে ভুল তথ্য ছড়ানো ঠেকাতে বৈশ্বিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণ কাঠামো তৈরির কথা বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ বিল আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি কমাতে চায়।
ক্রিপ্টোকারেন্সির অন্তর্নিহিত প্রযুক্তি এখনো পুরোপুরি বিকশিত হয়নি এবং এর অনেক ধরনের ব্যবহার রয়েছে। তাই কোনো ব্যক্তি যদি বৈধ কাজে বা বৈধ লেনদেনে এ প্রযুক্তি ব্যবহার করে থাকেন, তাহলে তাকে অব্যাহতি দেয়ার প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে।
সানবিডি/এনজে