পল্লী সঞ্চয় ব্যাংকের রাজবাড়ী ও ফরিদপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন পনেরোটি শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে 'শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২১' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) ব্যুরো বাংলাদেশ, ফরিদপুরের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সকল শাখা ব্যবস্থাপকদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সততার সাথে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন পর্যায়ে ব্যাংকের উদ্যোগে গঠিত সমবায় সমিতির সদস্যদের ব্যাংক থেকে ঋণ গ্ৰহন করে আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্য সমৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্যও তিনি ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত পরামর্শক জনাব অসিত রঞ্জন পাল, অডিট পরামর্শক প্রভাস চন্দ্র দাস , ভিজিলেন্স ডিপার্টমেন্ট ইনচার্জ , ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব, ব্যাংকের রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ, জেলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এএ