সৌদি আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ পেয়েছে পাকিস্তান। শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা এ তথ্য জানিয়ছেন।
দক্ষিণ এশিয়ার দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে তারল্য সংকট এবং মুদ্রার অবমূল্যায়নসহ ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।
উপদেষ্টা শওকত তারিন এক টুইটে বলেছেন, ‘সদয় দৃষ্টির জন্য আমি মহামান্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সৌদি আরবকে ধন্যবাদ জানাতে চাই।’
রয়টার্স জানিয়েছে, ঋণ প্যাকেজের শর্তের আওতায় পাকিস্তানকে ৪ শতাংশ সুদে এক বছরের জন্য ৩০০ কোটি ডলার দিয়েছে সৌদি।
২০১৮ সালের শেষ দিকে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল সৌদি আরব। এছাড়া দেশটিকে ৩২০ কোটি ডলার বাকিতে তেল কেনার সুযোগ দেয় সৌদি। কিন্তু কাশ্মীর ইস্যুতে রিয়াদকে চাপ দিলে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এর জেরে সৌদি আরব ঋণের অর্থ সময়ের আগেই ফেরত দাবি করে। বাধ্য হয়ে ২০২০ সালে সেই অর্থ ফেরত দেয় পাকিস্তান।
এএ