সাউথ এশিয়ান গেমসে (এসএ) গেমসে প্রথম পদক পেল বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে চলমান এই প্রতিযোগিতায় শনিবার ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা। তবে একটুর জন্য তিনি মিস করেছেন রূপা জয়ের সুযোগ।
সাবিরার এই জয়ে দ্বাদশ এসএ গেমসে ভারোত্তোলন থেকেই এল বাংলাদেশের প্রথম পদক। গুয়াহাটির ভোগেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন দেশের অন্যতম সেরা এই নারী ভারোত্তোলক।
এবারই প্রথম এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলন অন্তভুর্ক্ত করা হয়। প্রথমবার খেলতে নেমে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসেরও অংশ হয়ে গেলেন সাবিরা। স্ন্যাচে তিনি দুই লিফটে তুলেছেন ৬০ ও ৬৬ কেজি। কিন্তু শেষবার ৬৬ কেজি ওঠাতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভার। এর মধ্য দিয়েই রুপার পদকও ছিটকে যায় তাঁর।
ক্লিন অ্যান্ড জার্কে তিন বারে তুলেছেন ৬৫, ৭৭ ও ৮০ কেজি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তুলে সাবিরা জিতেছেন ব্রোঞ্জ। আর এই ইভেন্টে ১৪৫ কেজি ওজন তুলে রুপা জিতেছেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি গোমাস। সোনা জয়ী ভারতের মীরাবাঈ চানু তুলেছেন ১৬৯ কেজি।