সুজানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। পুরনো প্রেমে আর পুরনো প্রেমিকা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। এসবের মধ্যেই সানি সঙ্গ চাইছেন হৃতিক।
ভুল বুঝবেন না, ভাঁড়ে লক্ষ্মী টানতেই বলিপাড়ার অন্য সবার মতো হৃতিক তাঁর হোম প্রোডাকশনে চাইছেন সানির শরীরি হুল্লোড়। বি-টাউনে জোর খবর, সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের ইচ্ছেতেই এন্টি নিচ্ছেন সানি।
তবে এবার শুধু আইটেম নম্বর নয়। ‘কাবিল’ ছবিতে অভিনয়ও করবেন লিওনি। প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, “এটা ঠিক যে, আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি”।
‘কাবিল’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইয়ামি গৌতমকে। এছাড়াও থাকবেন করিনা কাপুর, পরিণীতি চোপড়া ও অনুষ্কা শর্মা। সানিকে সঙ্গী করে এই ছবিতে বাজিমাত করতে চাইছেন হৃতিক।