সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আদা আমদানির পরিমাণ। এর পরেও পণ্যটির দামে নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারতের বাজারে আদার দাম কম। ফলে নিম্নমুখী আমদানি মসলা পণ্যটির দামে প্রভাব ফেলেনি।
বন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছর আদা আমদানি গত অর্থবছরের তুলনায় অন্তত ৩০ শতাংশ কমেছে। গত এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ১২-১৫ টাকা।
এ বিষয়ে ভোমরা বন্দরের মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকরী মো. শাহিন হোসেন জানান, তার প্রতিষ্ঠান অন্য মসলা পণ্যের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ আদা আমদানি করে। সপ্তাহে ১২০ থেকে ১৩০ টন আদা আসছে তার প্রতিষ্ঠানের মাধ্যমে। তবে অন্য যেকোনো সময়ের তুলনায় সম্প্রতি দাম কমেছে আদার। বর্তমানে ভোমরায় প্রতি কেজি আদা পাইকারিতে বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে, যা মাসখানেক আগেও বিক্রি হয়েছিল ৫০-৫৫ টাকা দরে।
এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১০ হাজার ৬১ টন। যার মূল্য ১৪১ কোটি ৪৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ৫ হাজার ৪১১ টন কমেছে। ওই সময় ১৫ হাজার ৪৭২ টন আমদানি করা হয়েছিল। যার মূল্য ছিল ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর আমদানি কিছুটা কমেছে। ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত আমদানি হওয়া আদা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা।