সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির কোম্পানির ১২ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২৭ লাখ ৭২ হাজার ৬৩০টি শেয়ার ৫০ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার ফরচুন সুজের এবং তৃতীয় সর্বোচ্চ ৯১ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের।
এছাড়া, পেনিনসুলার ৬৭ লাখ ৮০ হাজার টাকার, আমরা নেটের ৬৭ লাখ ৩২ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ৫৮ লাখ ৫০ হাজার টাকার, গোল্ডেন সনের ৫২ লাখ ৮০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংস ৪৬ লাখ ৩১ হাজার টাকার, জিবিবি পাওয়ার ৩৩ লাখ ৮৮ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩০ লাখ ৬১ হাজার টাকার, ডেল্টা লাইফের ২৮ লাখ ৯৬ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ২৬ লাখ টাকার, মাইডাস ফাইন্যান্সের ১৯ লাখ ৮০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রোর ১৯ লাখ টাকার, উত্তরা ফাইন্যান্সের ১৮ লাখ ১৮ হাজার টাকার, সোনালী পেপারের ১৩ লাখ ৮৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসছর ১২ লাখ ১১ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৯ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৮ লাখ ৪৯ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৬ লাখ ৭৫ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩৩ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লাখ ৭৬ হাজার টাকার, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫ লাখ ৬১ হাজার টাকার, এসিআই লিমিটেডের ৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৫ লাখ ৪৪ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস