চলতি বছরের মাদরাসা স্তরের আলিম পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষার তারিখ পিছিয়ে ২১ ডিসেম্বর সকালে ও ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র ও পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্য সব বিষয়ের পরীক্ষা অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এএ