কক্সবাজার টেকনাফ সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৮৪০ প্যাকেট অনুমোদনহীন বিদেশি সিগারেটসহ ইয়াপেং (৩০) নামের এক চীনা যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)।
রোববার (৫ ডিসেম্বর) সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিসিজি স্টেশন কামান্ডার লে. কমান্ডার নাঈম উর হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপের সমুদ্র এলাকায় একটি বোটে অভিযান চালিয়ে ব্লাক ব্র্যান্ডের সিগারেটগুলো উদ্ধার করা হয়। এ সময় চীনা নাগরিক ইয়াপেংকে আটক করা হয়েছে।
টেকনাফ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এম আব্দুল রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/ এন/আই