নাটোরে পায়ুপথে করে ১০ লাখ টাকা দামের হেরোইন বহনকালে মো. ইব্রাহিম (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব। রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর র্যাব ক্যাম্প সিপিসি-২ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৩টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিম নামের এক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে জানান যে তার পায়ুপথে কালো রঙের কসটেপ পেঁচানো হিরোইন আছে, যা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা দার ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাটোর বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সানবিডি/ এন/আই