ধাতব পণ্যের কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ইন্দোনেশিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৪:১৪:৩১


অভ্যন্তরীণ শিল্প উৎপাদন খাতে আগ্রহ বাড়াচ্ছে ইন্দোনেশিয়া।দেশটি এ খাতে বিনিয়োগ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ধাতব পণ্যের কাঁচামাল রফতানিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় এবার টিন রফতানি বন্ধ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্প্রতি এক বৈঠকে এ কথা বলেন তিনি। খবর রয়টার্স।

এ ব্যাপারে তিনি জানান, আগামী ২০২৪ সালের মধ্যেই ইন্দোনেশিয়া টিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এছাড়া দেশটির সরকার আগামী বছর বক্সাইট ও ২০২৩ সালে তামার আকরিক রফতানিও বন্ধ করার ঘোষণা দিতে পারে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশটি দীর্ঘদিন ধরেই ধাতব পণ্যের কাঁচামাল রফতানি করে আসছে। ফলে ইন্দোনেশিয়া বড় অংকের রফতানি আয় থেকে বঞ্চিত হচ্ছে। শিল্প উৎপাদন খাতে তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থানও।

সানবিডি/এনজে