সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩২১ কোটি ১৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় বন্দরে আহরিত উল্লেখিত রাজস্বের ফলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৯৩ কোটি টাকার বেশি। তবে ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আহরিত রাজস্বের পরিমাণ ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি বলে জানান বন্দরসংশ্লিষ্টরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) জন্য ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪১৪ কোটি ৩৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গত পাঁচ মাসে বন্দরটি ব্যবহার করে রাজস্ব আদায় হয়েছে ৩২১ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ ও নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি পড়েছে ৯৩ কোটি ২১ লাখ টাকা।
ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, কভিডের প্রভাবসহ অন্যান্য সংকটের কারণে গত পাঁচ মাসে ৯৩ কোটি টাকার ঘাটতি পড়েছে। তবে বর্তমানে ভোমরা বন্দরে ব্যবসা-বাণিজ্য যা চলছে, তা যদি এ ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে ঘাটতি কমে যাবে।
সানবিডি/এনজে