শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইম্পেরিয়াল লাউঞ্জ এর উদ্বোধন করা হয়েছে। ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিং এর গ্রাহকবৃন্দ এবং ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতাবৃন্দ এই অত্যাধুনিক লাউঞ্জে সর্বোত্তম ও অভিজাত লাউঞ্জে আতিথ্য গ্রহন করতে পারবেন।
সোমবার (৬ ডিসেম্বর) ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী রনি প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামে ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী; উইং কমান্ডার এম ফারহাদ হোসেন খান, পিএসসি; পরিচালক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
এএ