জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ কোস্টগার্ডকে জ্বালানি তেলের দূষণ নিয়ন্ত্রণে সক্ষম চারটি নৌযান দিয়েছে।এর আগে জাইকা কোস্টগার্ডকে আরও ২০টি নৌযান দিয়েছিল।
আজ সোমবার (৬ ডিসেম্বর) কোস্টগার্ডের পূর্ব জোনের সদর দফতরে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত এমআর নাওকি আইটিও এসব নৌযান হস্তান্তর করেন। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এসব নৌযান গ্রহণ করেন।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের পূর্ব জোনের ঘাটে নৌযানগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল। অনুষ্ঠানে জানানো হয়, সবশেষ হস্তান্তর করা নৌযানগুলো ২০ মিটার দৈর্ঘ্যের। সেগুলো ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে।
এর আগে দেওয়া ২০টি নৌযান ছিল ১০ মিটার দৈর্ঘ্যের। সেগুলো ঘণ্টায় ৩০ থেকে ৩৫ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে। এসব নৌযানে পানিতে জাহাজ থেকে নিঃসৃত জ্বালানি তেলের দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জাম যুক্ত আছে।
সানবিডি/এনজে