পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর্থিক প্রতিবেদনের কোম্পানির এনএভি ও শেয়ার অনুযায়ী নতুন শেয়ারের মূল্য নির্ধারণ করবে কোম্পানিটি।
আলিফ ইন্ডাস্ট্রিজ আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে।
এদিকে, আলিফ ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির ২৮তম এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১১ ডিসেম্বর। এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তীত থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস