চাহিদা থাকায় বাংলাদেশি শ্রমিক নিতেই হবে মালদ্বীপকে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৭ ১৮:২৮:২৯


বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য মালদ্বীপের শ্রমবাজার বন্ধ থাকলেও অদূর ভবিষ্যতে শ্রমিক নিতেই দেশটিকে। অপেক্ষাকৃত কম বেতন ও কাজের প্রতি আন্তরিকতার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক বেশি। প্রবাসীরা দেশটির নতুন নতুন অবকাঠামো বিনির্মাণে ব্যাপক অবদান রেখেছেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান সম্প্রতি মালদ্বীপ সফরকালে দেশটির বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সঙ্গে দূতাবাস কার্যালয়ে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এক বা দুই বছর পরে হোক মালদ্বীপকে বাংলাদেশ থেকে কর্মী নিতেই হবে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে শ্রমিক আনা সাময়িকভাবে বন্ধ করে দেয় দেশটি। করোনাকালীন এদেশে অবকাঠামো নির্মাণকাজ প্রায় বন্ধই ছিল। মহামারি কেটে গেলে দেশটির নির্মাণ শ্রমিক প্রয়োজন হবে।

হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শিগগির মালদ্বীপ সফরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপ সরকারপ্রধানের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

সানবিডি/এনজে