পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। বুধবার লেনদেন চলাকালীন সময় কোম্পানি সাতটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলো হলো : সেন্ট্রাল ফার্মা, সুহৃদ, দেশ গার্মেন্টস, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, ফাস ফাইন্যান্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।
জানা গেছে, মঙ্গলবার সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
সুহৃদ : মঙ্গলবার সুহৃদের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৮ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
দেশ গার্মেন্টস : মঙ্গলবার দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫৮.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৯.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৫.৪০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
ফাইন ফুডস : মঙ্গলবার ফাইন ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫০.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
ফু-ওয়াং ফুড : মঙ্গলবার ফু-ওয়াং ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে।
ফাস ফাইন্যান্স : মঙ্গলবার ফাস ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮.২ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ : মঙ্গলবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৫৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস