
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে কাঁচামরিচ আমদানি।চাহিদার তুলনায় বাজারে সরবরাহও বেশি। এজন্য হিলিতে তলানিতে ঠেকেছে কাঁচামরিচের দাম। পাইকারি আড়তগুলোতে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। অথচ এক মাস আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি।
এ বিষয়ে হিলি বাজারের কাঁচামরিচ আড়তদার মিথুন হোসেন বলেন, ‘আড়তগুলোতে চাহিদামতো কাঁচামরিচ আমদানি হচ্ছে। ফলে গত কয়েক দিনের তুলনায় দাম কেজিতে ২০ টাকায় নেমেছে। বাজারের খুচরা ব্যবসায়ীরা ২২ টাকা কেজি দরে বিক্রি করছেন কাঁচামরিচ। গত মাসে যা ছিল ১১৫ থেকে ১২০ টাকা কেজি।’
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, বর্তমানে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ। দেশে এখন প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন হচ্ছে। তাই হিলি বাজারে চাহিদার তুলনায় মরিচের আমদানিও বেশি। এজন্য মরিচের দাম হাতের নাগালে।
সানবিডি/এনজে