নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কুনতং অ্যাপারেলস লি. (ফ্যাশন সিটি’র) কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।
আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ করেন তারা।
শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব বলেন, ফ্যাশন সিটির মালিক কর্তৃপক্ষ ২০ সালের ১২ সেপ্টেম্বর কারখানাটি হঠাৎ লে-অফ ঘোষণা করে। বেপজা আইন লঙ্ঘন করে অতিরিক্ত আরো ৩ মাস লে-অফ করে রাখে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এসে মালিক কর্তৃপক্ষ জানায় কারখানাটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ২০ সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন গ্রহণ করতে শ্রমিকরা কারখানায় গেলে পুলিশ ও সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা চালায় এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনে শ্রমিকদের প্রাপ্য বকেয়ার মাত্র ৩৬ শতাংশ পরিশোধ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ থেকে বলা হয় অবশিষ্ট বকেয়া ৬৪ শতাংশ পাওনাদি অচিরেই পরিশোধ করা হবে। কিন্তু ১০ মাস অতিক্রান্ত হলেও শ্রমিক-কর্মচারীদের বকেয়া ৬৪ শতাংশ পাওনাদি পরিশোধ করা হয়নি। বক্তারা জরুরি ভিত্তিতে প্রাপ্য বকেয়া পরিশোধের দাবি জানান।
কারখানার শ্রমিক মঞ্জুআরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস.এম.কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খানঁ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, কারখানা শ্রমিক সীমা, ফরিদ, সাবিনা, রিনা, বিনু, মনির, শাহিনুর ও তহুরা প্রমুখ।
সানবিডি/এনজে