ভোমরা স্থলবন্দর দিয়ে বিদায়ী অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় ২০২১-২০২২ অর্থবছরে শুকনো মরিচের আমদানি কমেছে ৮ হাজার ১৩৭ টন বা প্রায় ৪০ শতাংশ।
ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা কম থাকায় মসলাপণ্যটি আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সম্প্রতি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এই পণ্যের আমদানি আগের চেয়ে কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি হয়েছে ১৩ হাজার ৩৭৭ টন। যার মূল্য ১৮৮ কোটি ১৪ লাখ টাকা। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৮১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় শুকনো মরিচ আমদানি হয়েছিলো ২১ হাজার ৫১৪ টন, যার মূল্য ৩১১ কোটি ৫৩ লাখ টাকা। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় ৩১ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে শুকনো মরিচ আমদানি কমেছে ৮ হাজার ১৩৭ টন।
এদিকে এক মাসের ব্যবধানে পাইকারি শুকনো মরিচের দাম কেজিপ্রতি ২০-২৫ টাকা কমেছে। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারি কমিশনার আমীর মামুন জানান, শুকনো মরিচ আমদানির মাধ্যমে সরকার ভালো পরিমাণ রাজস্ব আয় করে। তবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর শুকনো মরিচ আমদানি কমেছে।
এএ