রাজধানীর বিজয় সরণি মোড়ে বেপরোয়া গতির ট্রাক চাপায় নাঈম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন জামাই আতাউর রহমান বলেন, নাঈম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। রাতে বন্ধুর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বিজয় সরণি মোড়ে এলে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। এতে নাঈম ও তার বন্ধু গুরুতর আহত হয়। পরে নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বন্ধুকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নাঈম দক্ষিণখান পশ্চিম মোল্লারটেক এলাকায় থাকতেন। তার বাবার নাম আবু তাহের।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সানবিডি/ এন/আই