পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের মেয়াদ বাড়াতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ইজিএম আগামী ২৪ জানুয়ারি বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের প্রক্রিয়া সংশোধন এবং প্রজেক্ট শেষ করার মেয়াদ বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে ইজিএম করবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস