মহামারি করোনার সংক্রমণ রোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ২৫ লাখ টিকার চালান এসেছে দেশে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের এই টিকা আমদানিকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে বুধবার রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। রাতে বিমানবন্দরে বেক্সিমকোর কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এ টিকা সরবরাহ করা হবে। এ নিয়ে প্রতিবেশী দেশটি থেকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা এসেছে।
সানবিডি/এনজে