আফ্রিকার দেশে মালির মধ্যাঞ্চলীয় এলাকায় রাস্তার পেতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘের এক টুইটার বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় আরও তিন জন মারাত্মক আহত হয়েছেন।
এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়ছে, বুধবার বান্দিয়াগারা এলাকায় একটি সরঞ্জামবাহী বহরে বোমা বিস্ফোরিত হয়। ওই এলাকায় আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো সক্রিয়। তবে এখন পর্যন্ত কোনও গ্রুপই দায় স্বীকার করেনি।
আফ্রিকার অন্যতম বড় এবং দরিদ্র দেশ মালি। গত নয় বছর ধরে দেশটির সহিংসতা নিরসনে লড়াই করছে পুরনো উপনিবেশিক শক্তি ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মালির উত্তর ও মধ্যাঞ্চলে ১৩ হাজারের বেশি সেনা মোতায়েন রেখেছে। ২০১২ সালে দেশটিতে শুরু হওয়া সহিংসতা থামাতে এসব সেনা মোতায়েন করা হয়। তিন বছর পর এই সহিংসতা প্রতিবেশি নাইজার ও বুরকিনা ফাসো-তেও ছড়িয়ে পড়ে।
সানবিডি/এনজে