মোংলায় বিরল প্রজাতির ৫৫ সুন্ধি কচ্ছপসহ তৌহিদ সরদার (৩০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে মোংলার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তৌহিদ সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার জোবান সরদারের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।
সানবিডি/ এন/ আই