কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকে পড়া চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। লিফটের দরজা ভেঙে তাদের উদ্ধার করে কক্সবাজারের দমকল বাহিনী।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় বিমানবন্দরস্থ ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকা পড়েন। পরে ১০টায় তাদের উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রী ছিলেন বলে জানা গেছে।
যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন । এরা সবাই ইউএস বাংলার যাত্রী ছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে বিমানবন্দরে লিফটের ভিতরে চার যাত্রী আটকা পড়েন। পরে বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ছয় কর্মী লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, লিফটে আটকেপড়া চার যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সানবিডি/ এন/ আই