ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন। রোববার সকালে তামিল নাড়ুর মাদুরিয়া জেলায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
বাসটি তামিল নাড়ুর কুমুজি থেকে মাদুরাই জেলার দিকে যাত্রা করার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছেন বলে জানা গেছে।
এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা নিহতদের পরবিারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার রুপি আর্থিক অনুদান দেয়ারও ঘোষণা দিয়েছেন।