স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্ম-এ দিনব্যাপী “বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২১” আয়োজন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-এর মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ কর্মশালার সভাপিতত্ব করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ রফিকুল ইসলাম ও এম লতিফ হাসান এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-এর উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান ও যুগ্ম-পরিচালক মো: লুৎফুল হায়দার পাশা উক্ত কর্মশালায় বক্তব্য প্রদান করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএফও মো: আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ ঝুঁকি সম্মেলনে সঞ্চালকের ভূমিকা পালন করেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, সকল শাখা ব্যবস্থাপক ও বিনিয়োগ বিভাগের কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৪০০ জন কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
এএ