অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করেছে দখলদার রাষ্ট্র ইসরাইলের সেনারা।
পশ্চিমতীরের নাবলুস শহরে শুক্রবার অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনারা নির্বাচিত গুলি চালায়। খবর আরব নিউজের।
ইসরাইলি সেনাদের এ গুলিবর্ষণে প্রাল হারান ওই ফিলিস্তিনি যুবক।
এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই যুবকের মাথায় গুলি লাগে। এ ঘটনায় আরও ৪ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, শুক্রবার নাবলুস শহরে টায়ার জ্বালিয়ে ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ইসরাইলি সেনাদের ওপর পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় তাদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি আমরা।
সানবিডি/এনজে