এবার পিএসএল খেলবেন যারা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৩ ১১:৩২:৫১

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম হয়ে গেল রোববার। লাহোরের হাই-পারফরম্যান্স সেন্টারে বসেছিল প্লেয়ার বেচা-কেনার এ আসর।
পিএসএলের প্লেয়ার ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ককে পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোনো দল নিতে আগ্রহ দেখায়নি।
মাহমুদউল্লাহ রিয়াদই নয়, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের মতো ব্যাটিং দানবকেও দলে নেয়েনি পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই। গেইল ছিলেন পিএসএল নিলামের শীর্ষ ক্যাটাগরি প্লাটিনামের তালিকায়।
ক্রিস গেইল-মাহমুদউল্লাহ রিয়াদই নন, পিএসএলে দল পাননি পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ, তারকা পেসার জুনায়েদ খানসহ অনেক তারকা ক্রিকেটার।
গেইলের মতো তারকারা দল না পেলেও পিএসএলে দল পেয়েছেন বেশি কিছু অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটার
বিভিন্ন ক্যাটাগরি থেকে দল পেলেন যারা
প্লাটিনাম ক্যাটাগরি
ফখর জামান, টিম ডেভিড, ক্রিস জর্ডান, কলিন মুনরো, হযরতউল্লাহ জাজাই, জেসন রয়।
ডায়মন্ড ক্যাটাগির
মার্চেন্ট ডি ল্যাঞ্জ, ওডিয়ান স্মিথ, লুইস গ্রেগরিস, জেমস ফকনার।
গোল্ড ক্যাটাগরি
আব্দুল্লাহ শফিক, উসমান কাদির, ফিল স্লেট ও হারি ব্রুক।
সিলভার-১ ক্যাটাগরি
সালমান ইরশাদ, রুমমান রাইজ, উমেদ আসিফ, আসিফ আফ্রিদি, কামরান গুলাম ও মুহাম্মদ আখলাক।
সিলভার-২ ক্যাটাগরি
আনোয়ার আলী, রিস টপলে, টম অ্যাবেল, ডিন ফক্সক্রফট, উমর আকমল, দানিশ আজিজ।
সিলভার-৩ ক্যাটাগরি
সোহেল তানভীর, রোহেল নাজির, জাফর গহর, আরশাদ ইকবাল, রোভম্যান পাওয়েল।
সিলভার-৪ ক্যাটাগরি
মুহাম্মদ ইমরান জুনিয়র, সামিন গুল, বেন ডাকেট, ইমরান খান সিনিয়র।
সিলভার-৫ ক্যাটাগরি
কামরান আকমল, খুররম শেহজাদ, নবীন-উল-হক।
উদীয়মান-১ ক্যাটাগরি
জামান খান, আব্বাস আফ্রিদি, ফয়সাল আকরাম, সিরাজউদ্দিন, কাসিম আকরাম, মুবাসির খান, আব্দুল ওয়াহিদ।
উদীয়মান-১ ক্যাটাগরি
আমের আজমত, জিশান জমির, মোহাম্মদ আমির খান, আশার কোরেশি, মাজ খান।
সাপ্লিমেন্টারি-১ ক্যাটাগরি
নুর আহমেদ, তালহা আহসান, আশীর্বাদ মুজারাবানি, বেন কাটিং, রহমানুল্লাহ গুরবাজ, ও সামিত প্যাটেল।
সাপ্লিমেন্টারি-২ ক্যাটাগরি
মোহাম্মদ হারিস, আথার মেহমুদ, রোমারিও শেফার্ড, আহসান আলী, ইহসানুল্লাহ, সৈয়দ ফরিদৌন।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












