চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মো. এনায়েত উল্লাহ শাহ (৩০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এনায়েত উল্লাহ শাহ চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ মাদরাসা উকিল বাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অক্সিজেন কেডিএস সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলচালক এনায়েত পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
স্থানীয়রা এনায়েতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি কামরুজ্জামান।
সানবিডি/ এন/আই