গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকচাপায় সাইদুল ইসলাম সৌরভ (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার রাতে টঙ্গী-ঘোড়াশাল হাইওয়ের পূবাইল কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি একই থানার টিউরী গ্রামের সোহেল মিয়ার ছেলে।
পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানান, সৌরভ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। সোমবারও তার পরীক্ষা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া ও দ্রতগামী একটি ড্রামট্রাক ওই মোটরসাইকেল আরোহী সৌরভকে চাপা দিয়ে দ্রুত মিরেরবাজারের দিকে চলে যায়। স্থানীয়রা সড়কের পাশে নিথর দেহ দেখে পুলিশে খবর দেন।
পূবাইল থানার এসআই রাসেদুর জানান, নিহত সৌরভের মামা জাকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ও মামলা না করায় লাশটি আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
সানবিডি/ এন/আই